নড়াইলে বিজয় উল্লাসে তারুণ্যের উচ্ছাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিজয় উল্লাসে তারুণ্যের উচ্ছাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২ফেব্রুয়ারি ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন নড়াইল ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তথ্য অফিসার রোস্তম আলী ,পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আলিফ নুর , যায়যায়দিনের সাংবাদিক মোঃ আল-আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলার সদস্য সচীব মোঃসাফায়েতুল্লাহ,বাংলাদেশ জামায়াতে ইসলামির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খিয়াম উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি তাজুল ইসলাসসহ অনেকে। এ সময় বক্তরা জুলাই-আগস্টে অনুষ্ঠিত ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আত্মত্যাগ ও বিজয়গাঁথার লোমহর্ষক স্মৃতিচারণ করেন। দেশের স্বার্থে দলমত নির্বিশেষে তারা একতাবদ্ধ থাকতে আহবান জানান|
What's Your Reaction?