নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন

Feb 4, 2025 - 17:01
 0
নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন

৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কালে - জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান

"কৃষিই সমৃদ্ধি " এ পতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার ২০২৫ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ৪ ফ্রেব্রুয়ারী ) দুপুরে সদর উপজেলা চত্ত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মেলার উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথের সঞ্চালনায় সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী মেলার উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের উপ পরিচালক জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান। এ সময় অনান্যদের উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম,শাহবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,সদর বিভিন্ন এলাকার কৃষক কৃষাণী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সদর উপজেলার ও পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন,টেকসই ও স্মাট কৃষির আধুনিকতা এখন দেশ সমাদৃত। এ জনপদের মানুষের কাছে স্মার্ট কৃষির বার্তা পৌছানোর জন্য সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিরালস ভাবে কাজ করার আহ্বান জানা তিনি। তিনি আরও বলেন বাড়ি আঙ্গীনা সহ পনিত্যাক্ত জমিতে কৃষি ফসল শাক সব্জি চাষাবাদের জন্য কৃষক কৃষাণিদের এগিয়ে আসতে হবে।তাতে করে দামও ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।

উল্লেখ্য,মেলাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আদর্শ বালাইনাশক দোকান প্রদর্শণ ও যুক্তি সংগত ব্যাবহার নির্দেশিকাকর্ণার,পলিমালচ,অগভীর রিজ ও ফারো পদ্ধতি এবং নিরাপদ সবজি চাষ,রিলে ফসলচাষ,আন্তঃফসল চাষ এবং আইলে লতানো সবজি চাষ,ক্লাইমেট কৃষি প্রযুক্তি (বস্তা পদ্ধতি),সর্জন পদ্ধতি সবজি চাষ এবং ঘেরের পাড়ে সবজি/অফসিজন তরমুজ চাষ পদ্ধতি,প্রকল্প কার্যক্রম উপস্থাপণ ও প্লান্ট ডক্টরসকর্ণার,পলিনেট শেড হাইজ প্রদর্শণী,মাটির স্বাস্থ্য রক্ষা,মসলা প্রযুক্তি গ্রাম,স্থানীয়ও অভিঘাত সহনশীল ফলবাগান স্থাপন ও স্মার্ট কৃষি য›ত্রপাতির প্রদর্শণ সহ বিভিন্ন বিভাগের মোট ১০টি স্টল প্রদর্শণীর মাধ্যমে কৃষকের স্মার্ট কৃষির বিষয়ে পরামর্শ প্রদান করছে। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow