এটিএম আজহারের মুক্তির দাবিতে নড়াইলে বিশাল বিক্ষোভ 

Feb 18, 2025 - 21:48
 0
এটিএম আজহারের মুক্তির দাবিতে নড়াইলে বিশাল বিক্ষোভ 

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ফাঁসির দণ্ডপ্রাপ্ত  জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নড়াইলে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নড়াইল জেলা জামায়াতের ব্যানারে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে চৌরাস্তা প্রদক্ষিণ করে জেলা জামায়াতের অফিসের সামনে এসে বিক্ষোভটি শেষ হয়। এসময় দুই কিলোমিটারের অধিক সড়ক কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জেলা জামায়াতে ইসলামী সূত্রে জানা যায়, এদিন বিক্ষোভ মিছিল উপলক্ষে প্রায় ৫০ হাজারের মতো নেতাকর্মীকে শহরে জড়ো করা হয়। 

এদিন বিক্ষোভপূর্ব সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইল জেলা জামায়াতের  সাবেক আমীর মির্জা আশেকে এলাহী। সভাপতির বক্তব্য রাখেন সংগঠনটির জেলা আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমান বাচ্চু। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, যুব বিভাগের সভাপতি মোঃ খিয়াম উদ্দীন পৌর আমির জাকির হোসেন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি এসএম সালাউদ্দিন। 

এসময় বক্তারা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এছাড়াও বিক্ষোভপূর্ব সমাবেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি করা হয়।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow