ভুয়া অগ্নিকান্ড সাজিয়ে সাংবাদিকের প্রতারণা
ভুয়া অগ্নিকান্ড সাজিয়ে সাংবাদিকের প্রতারণা একই পরিবারের ৪ জন পেল বরাদ্দ
তালতলীতে ভুয়া অগ্নিকান্ড দেখিয়ে একই পরিবারের চারজন পেলো ঢেউটিন ও নগদ টাকা। ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া গ্রামে। স্থানীয়দের অভিযোগ উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার তালতলী প্রতিনিধি মুহাঃ আব্দুল মোতালিব ভুয়া অগ্নিকান্ডের ক্ষতি দেখিয়ে প্রতারণা করে সরকারী টাকা ও টিন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানাগেছে, গত অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তালতলী উপজেলার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ১২ পরিবারের মাঝে ২২ বান্ডিল ঢেউটিন ও ৬৬ হাজার নগদ টাকা বরাদ্দ দেয়। ঐ বরাদ্দকৃত টিন ও টাকা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।
তালিকায় ক্ষতিগ্রস্থ্য ১২ পরিবারের মধ্যে তালতলী উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ছোটভাই জোড়া ছালেহিয়া আলিম মাদ্রাসার জুনিয়র মৌলভী ও দৈনিক যুগান্তরের তালতলী প্রতিনিধি মুহাঃ আব্দুল মোতালিব ভুয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য দেখিয়ে তার স্ত্রী মাজেদা বেগম, মেয়ে মাহফুজা, শালিকা রোকেয়া ও শালিকার ছেলে শাহীনের নামে ঢেউটিন ও টাকা বরাদ্দ করেছেন। ঐ চার নামে ৭ বান্ডিল ঢেউটিন ও ২১ হাজার টাকা তুলে আত্মসাৎ করেছে তিনি।
বড়বগী ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তার ইভা বলেন, চার পরিবারের কারো ঘর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য হয়নি। প্রতারণা করে আব্দুল মোতালিব পরিবারের সদস্যদের নামে টিন ও টাকা বরাদ্দ করে আত্মসাৎ করেছেন।
ইউপি সদস্য মাওলানা আনোয়ার হোসেন বলেন, মুহাঃ আব্দুল মোতালিব ভুয়া অগ্নিকান্ড দেখিয়ে তার চার স্বজনের নামে ৭ বান্ডিল ঢেউটিন ও ২১ হাজার টাকা তুলে নিয়েছেন।
তালতলী উপজেলা মানবাধিকার মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার তালতলী প্রতিনিধি মুহাঃ মোতালিব তার স্ত্রীর নামের টিন নেয়ার কথা স্বীকার করে বলেন, তালিকায় শুধু ঘর পোড়লেই নাম দেয়া যাবে এমন কথা উল্লেখ নাই।
তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানিনা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, বিষয়টি আমি জেনেছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
What's Your Reaction?