বিএনপির গণমিছিলে মালিবাগ–বাড্ডা এলাকায় যানজটের ভোগান্তি
বিএনপির গণমিছিল কর্মসূচির কারণে রাজধানীর বাড্ডা-মালিবাগ এলাকায় সাপ্তাহিক ছুটির দিনেও যানজট হয়েছে।
বিএনপির গণমিছিল কর্মসূচির কারণে রাজধানীর বাড্ডা–মালিবাগ এলাকায় সাপ্তাহিক ছুটির দিনেও যানজট হয়েছে। এই কর্মসূচি উপলক্ষে আজ শুক্রবার বেলা তিনটা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী বাড্ডা এলাকার প্রগতি সরণি ও বীর উত্তম রফিকুল ইসলাম সরণিতে অবস্থান নেন। সড়কে অবস্থান নিয়ে নেতা-কর্মীদের মিছিল-স্লোগানের কারণে সড়কের একপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে রাস্তার অন্য পাশেও। তীব্র যানজটে আটকা পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া শত শত মানুষ।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আজ ওই এলাকায় গণমিছিল কর্মসূচির আয়োজন করে। বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল পৌনে চারটার দিকে গণমিছিল শুরু করে বিএনপি। বিকেল সোয়া পাঁচটার দিকে মিছিলটি মালিবাগ এলাকার আবুল হোটেলের সামনে পৌঁছায়।
সরেজমিনে দেখা যায়, বেলা তিনটার দিকে নেতা-কর্মীদের অবস্থানের কারণে বাড্ডা এলাকার উত্তর দিকে প্রগতি সরণিতে সড়কের পূর্ব পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়কটির নতুনবাজার এলাকা থেকে প্রায় কুড়িল-বিশ্বরোড অংশ পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। আর বাড্ডার দক্ষিণ দিকে বীর উত্তম রফিকুল ইসলাম সরণিতে সড়কের পশ্চিম পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। বেলা সাড়ে তিনটা পর্যন্ত সড়কে আটকে পড়া যানজটের সারি রামপুরা ইউলুপ এলাকা ছাড়িয়ে যেতে দেখা যায়। এ সময় উভয় পাশেই যানজটে আটকে পড়া যাত্রীদের হেঁটে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়। অনেকে আবার চুক্তিতে রাইড শেয়ারিং মোটরসাইকেলচালকদের মাধ্যমে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
ইমরান হোসেন নামের এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসিতে যাবেন। তিনি জানান, বেলা আড়াইটার পর থেকে নতুন বাজার এলাকায় যানজটে আটকা পড়েন তিনি। পরে সেখান থেকে তিনটার দিকে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। বাড্ডার হোসেন মার্কেট এলাকা পর্যন্ত হেঁটে আসতে সময় লাগে প্রায় আধা ঘণ্টা।
সেখানে একজন মোটরসাইকেলচালকের সঙ্গে চুক্তিতে ৩৫০ টাকায় তাঁকে টিএসসির উদ্দেশে রওনা হতে দেখা যায়।
বিএনপির গণমিছিল মালিবাগে পৌঁছানোর সময় পেছনে সড়কে বহু দূর পর্যন্ত গাড়ি আটকে থাকতে দেখা যায়।
What's Your Reaction?